ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।
 

শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন বাংলানিউজকে জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়াগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী চাঁদনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ঘ হয়।

এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যান।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বাংলানিউজকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি বাস ধুনটমোড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কার্গো ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এসময় আহত হন বেশ কয়েকজন যাত্রী।
 
‘ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও কার্গো আটক রয়েছে। তবে পলাতক থাকায় বাসের চালক ও চালকের সহকারীদের আটক করা সম্ভব হয়নি। ’   
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল দু’জনের মৃত্যু নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উভয় দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ আহত ৩০ জন শজিমেকে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।       
 
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।