নিখোঁজের দুইদিন পর রোববার (০২ সেপ্টেম্বর) শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকা থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। কামাল হোসেন কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার (৩১ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরের খেয়াঘাট থেকে ট্রলারে করে সেন্ট্রাল খেয়াঘাট আসছিলেন কামালসহ কয়েকজন। ওইসময় উত্তর দিক থেকে গমবোঝাই বড় একটি জাহাজ ট্রলারের কাছাকাছি চলে এলে ভয়ে জীবন বাঁচাতে কামাল ও সুমন নদীতে লাফ দেন। এসময় ট্রলারের অন্য যাত্রীরা সুমনকে উদ্ধার করলেও কামাল নিখোঁজ ছিলেন। এর মধ্যে শনিবার তল্লাশির মধ্যে এক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। তবে তখনও কামালকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রোববার সকালে স্থানীয়রা কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যায় মরদেহ ভাসতে দেখে বিষয়টি ফায়ার সার্ভিসে জানায়। পরে কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের মাধ্যমে নিহতের স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয় বলে জানান পরিদর্শক সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেডএস