রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) আবদুর রাজ্জাক খান বাংলানিউজকে জানান, জেলা পুলিশের আট থানা পুলিশ মোট ৫৪ জনকে আটক করেছে। এদের মধ্যে বাঘা থানা পুলিশ তিনটি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করেছে।
অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৪৮ জনকে আটক করেছে। এদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত আসামি। ২০ জন আটক হয়েছেন মাদকদ্রব্যসহ। অন্যরা আটক হয়েছেন বিভিন্ন অপরাধে।
এদিকে, র্যাব-৫ এর উপ-অধিনায়ক এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, পৃথক অভিযানে এক হাজার ৩৬০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএস/আরআর