রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদফতরের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় পরিষদ ও স্বাধীনতা কর্মচারী পরিষদের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান প্রকৌশলী অন্যান্য প্রকৌশলীদের নিয়ে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী, প্রধান প্রকৌশলীর কার্যালয়, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, মাদারীপুর জোনের নির্বাহী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জিপি