রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ ওই উপজেলার হোসনাবাদ এলাকার বাসিন্দা নজরুলের ছেলে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, মুলাদী লঞ্চঘাট এলাকা থেকে মিতালী-৪ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দেয়। এসময় নদীর পাড়ের একটি সুপারি গাছের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগলে ডেকে দাঁড়িয়ে থাকা শিশু জিহাদ আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমএস/এসআরএস