ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন ৩ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন ৩ অক্টোবর

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, গত শনিবার (১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করে কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।

গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী মারা যায়। এরপর মেয়র পদটি শূন্য হলে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।