ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার এম আব্দুর রহিম

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক সহ-সভ‍াপতি এবং সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর)।
 

এ উপলক্ষে মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দিন‍াজপুরের জালালপুরে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

বুধবার (০৫ সেপ্টেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) একই স্থানে স্মরণসভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দিনাজপুরের সদর উপজেলা ও শহরের সব মসজিদে বাদ জুম্মায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
 
২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন এম আব্দুর রহিম। তার বড় ছেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
 
১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এম আব্দুর রহিম।
 
১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। একাত্তরে মুজিবনগর সরকারের পশ্চিম অঞ্চল-১ এর চেয়ারম্যান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।