সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শের ও ইয়াসিন ওই এলাকার পুতন আলীর ছেলে।
বারবাকিয়া ইউপি সদস্য এনামুল হক বাংলানিউজকে বলেন, রাতে দুই ছেলেকে নিয়ে মা আলমাছ খাতুন ঘুমাচ্ছিলেন। এসময় মাটির তৈরি ঘরের দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। আহতবস্থায় তার মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।
পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮ আপডেট: ২৩৩১ ঘণ্টা
টিটি/এনটি