ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

যশোর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

একই স্মারকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) নাহিদ আক্তারকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।  

২৯ আগস্ট উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।



তবে জেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানান, সরকারি ছুটির কারণে চারদিন বিলম্বে সোমবার (০৩ সেপ্টেম্বর) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছেন। পরে রাতে বিষয়টি জানাজানি হয়।

বরখাস্ত হওয়া সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। মিথ্যা তথ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। গত ১২ জুলাই রায় ওই মামলার রায় ঘোষণা করেন আদালত।  

রায় ঘোষণাকালে মুন্নি উপস্থিত না থাকলেও, অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আসামি মুন্নিকে ছয় বছর কারাদণ্ড, এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত। পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি এই মামলা থেকে জামিন নেন।  

এদিকে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সাবিরা সুলতানা গত ১২ জুলাই দুর্নীতি দমন আইনে ৬ বছরের কারাদণ্ডসহ আর্থিকভাবে দণ্ডিত হওয়ায় তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো।  

একই কর্মকর্তা স্বাক্ষরিত অপর স্মারকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) নাহিদ আক্তারকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।