সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
আফাজ উদ্দিন ডেমরা ডগাইর পূর্বপাড়া ঈদগাহ এলাকায় স্থানীয় বাসিন্দা।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল বাংলানিউজকে জানান, টাকা-পয়সার লেনদেনের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আল জাবেদ (২৫), নুর আলম (৪৮), জাহাঙ্গীর (৪৮) ও শাহা-আলম (৪৬) আহত হয়েছেন। তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এনটি