এসআই উত্তম কুমার সরকার। ফাইল ফটো
টাঙ্গাইল: ঢাকায় বাস চাপায় নিহত রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকারের সৎকার সম্পন্ন হয়েছে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় উত্তমের মরদেহ তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার বেতডোবায় পৌঁছায়।
এরপর উত্তমের মরদেহ তার মাকে একনজর দেখিয়ে কালিহাতী কেন্দ্রীয় শশ্মান ঘাটে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।
এসময় শতশত গ্রামবাসী শশ্মান ঘাটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
শশ্মান ঘাটে উত্তমের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনেক মেধাবী এবং ভালো মনের মানুষ ছিলেন।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।