সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে একটি পাইপগান, একটি ইয়ারগান ও তিন রাউন্ড গুলিসহ
আব্দুল মাজেদ তরফদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আব্দুল মাজেদকে তার বাড়ি থেকে আটক করা হয়।
এসময় তার বসত ঘর থেকে পাইপগান, ইয়ারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।