মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশ ও লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেলারুশের রাজধানী মিন্সকেতে বাংলাদেশ ও বেলারুশের ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বেলারুশের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী আন্দ্রেই দেপকুইনাস। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকেই-এর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বেলারুশের সমর্থন চাওয়া হয়েছে।
এদিকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। লিথুয়ানিয়ার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আলবিনাস জানানাভিসিয়াস। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে লিথুয়ানিয়ার সরকারের সমর্থন চাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
টিআর/এএ