ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশু কৃত্তিকা হত্যায় গ্রেফতার যুবক ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
শিশু কৃত্তিকা হত্যায় গ্রেফতার যুবক ২ দিনের রিমান্ডে পুলিশের হাতে আটক রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্ত, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা (১১) হত্যার ঘটনায় গ্রেফতার রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তকে (২৩) দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের আদালত এ আদেশ দেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, শান্তর বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো।

শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে মামলায় গ্রেফতার অন্য চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিনের জন্য তাদের আইনজীবীরা আবেদন করেছিলেন।

শান্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) সহযোগী সংগঠন যুব সমিতির উপজেলা শাখার সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় আরও একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

গত ২৮ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল নামক এলাকায় কৃত্তিকা ত্রিপুরা নামে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরিবারের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে সন্দেহজনক চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- মনির হোসেন (৩৫), শাহ আলম (৩৩), নজরুল ইসলাম ভান্ডারী (৩২) ও মনির হোসেন (৩৮)। বর্তমানে তারা কারাগারে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।