ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বাকেরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭ দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেল‍ার গোলদারবাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, লেবুখালি ফেরিঘাট থেকে এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিলো। অপরদিকে বরিশাল থেকে যাত্রীবাহী একটি বাস লেবুখালি ফেরিঘাটের দিকে আসছিলো। পথে গোলদারবাড়ি এলাকায় এলে ট্রাকের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় পরিবহনের সাতজন আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বারেকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।