ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু বুধবার সুলতান উৎসব

ঢাকা: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে বুধবার (০৫ সেপ্টেম্বর)। চলবে ৮ সেপ্টেম্বর (শবিবার) পর্যন্ত।

বুধবার বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক এমদাদুল হক চেীধুরী।  

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএলের (পাইপ অ্যান্ড ফিটিংস) পৃষ্টপোষকতায় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করেছে।

এছাড়া পাওয়ার্ড বাই হিসেবে থাকছে রেইনবো পেইন্টস।

চার দিনব্যাপী উৎসবে থাকছে চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।