ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
রূপগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এ দণ্ড দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সাওঘাট এলাকার সোনা মিয়ার ছেলে শহিদুল্লা (৪৫) ও মীরকুটিরছের এলাকার সিরাজুল ইসলামের ছেলে আজিজুল হক ভূঁইয়া (৩৩)।


 
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এ বি এম জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে গোলাকান্দাইল এলাকায় ইয়াবা সেবনকালে শহিদুল্লাহ ও আজিজুলকে আটক করে পুলিশ। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।