ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ডব্লিউএফপি’র সহায়তা প্রত্যাশা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে ডব্লিউএফপি’র সহায়তা প্রত্যাশা

ঢাকা: রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়াও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য ডব্লিউএফপির প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। 

বৃহস্পতিবার ( ৬  সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে ক্রেডেনশিয়াল (পরিচয়পত্র) পেশ করেন বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপির নতুন কান্ট্রি ডিরেক্টর রিচার্ড র‌্যাগান।

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় তার কাছে তুলে ধরেন। একই সঙ্গে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে ডব্লিউএফপির সহায়তা প্রত্যাশা করেন তিনি। রিচার্ড র‌্যাগানকে বাংলাদেশে অবস্থানকালে সব ধরনের সহযোগিতারও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।