ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম-লোগো ব্যবহারে সতর্কবার্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম-লোগো ব্যবহারে সতর্কবার্তা

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত প্রতারণামূলক ও বানোয়াট ভিডিওর ব্যাপারে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি প্রচারিত একটি প্রতারণামূলক ভিডিওতে দেখানো হয়েছে- আমেরিকান পরিচয়ধারী এক দম্পতি বাংলাদেশে সফর করে কিছু বাংলাদেশিকে আমেরিকান ভিসা দিয়ে সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন।

ওই ভিডিওতে অনুমতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণভাবে অবৈধ ও অনভিপ্রেত। এছাড়াও ওই ভিডিওর স্ক্রল মেসেজে প্রচারিত কিছু ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা যোগাযোগের জন্য শেয়ার করা হয় এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে দাবি করা হয়, যা সঠিক নয়।

এদিকে, প্রচারিত ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানায় যোগাযোগকারীদের কাছে অর্থ দাবি করা হয়েছে বলে বিভিন্ন ব্যক্তি থেকে  অভিযোগও এসেছে।

এই ধরনের প্রতারণামূলক কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা সংশ্লিষ্টতা নেই বলে সকলকে অবহিত করা যাচ্ছে। পাশাপাশি সকলকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।