ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ১৫ ছাত্রী পেলো বাইসাইকেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
রাজাপুরে ১৫ ছাত্রী পেলো বাইসাইকেল বাইসাইকেল দেওয়া হলো ১৫ ছাত্রীকে, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেধাবী ১৫ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ২২ ভিক্ষুককে চায়ের দোকান ও মুরগি পালনের বিভিন্ন উপকরণসহ অর্থ সহায়তা হয়।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

এসময় উপস্থিত ছিলেন- রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সদর, মঠবাড়ি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ১৫ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়।

পাশাপাশি ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ভিক্ষুকদের মধ্যে বিভিন্ন উপকরণ এবং অর্থ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়; ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।