ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
‘সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি হয়েছে’ সম্মেলনে অতিথিরা-ছবি-বাংলানিউজ

বরিশাল: ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার প্রসঙ্গে আপত্তি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি বলেন, আরপিও সংশোধন করে ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) চক্রান্ত করছে। ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলই ইভিএমের বিপক্ষে মত দেয়। রাজনৈতিক দলগুলো না চাইলে নির্বাচনে এই পদ্ধতির প্রয়োগ হবে না বলে আশ্বস্ত করেছিল ইসি।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত তিন সিটি নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে।

একটি বিশেষ মহলকে সুবিধা দিতে ইসি একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করতে চাইছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে এদেশের সংগ্রামী ছাত্র-জনতা প্রতিহত করবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম।  

জেলা সাধারণ সম্পাদক আরমান হুসাইন রিয়াদ ও নগর সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ ইবরাহীম হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও জামিয়া ইসলামীয়া মাহমূদিয়ার মুহতামিম হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সহ-সভাপতি আনোয়ার হোসাইন জিহাদী, জেলা সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল খায়ের আশ্রাফী প্রমুখ।
 
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি কে.এম.শরীয়াতুল্লাহ, চরমোনাই কওমিয়া সভাপতি মুহাম্মাদ রহমাতুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মাহবুব হোসেন ও বিএম কলেজ সভাপতি রেজাউল করীম।  

বাংলাদেশ সময়: ২১১৩  ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।