ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
সাভারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সাভারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ছবি: বাংলানিউজ

ঢাকা (সাভার): নিয়ম বহির্ভূতভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সরবরাহ করায় আল-মুলসলিম গ্রুপকে ও পচা-বাসি, ভেজাল খাবার পরিবেশন ও সংরক্ষণ করার দায়ে আল-মাদানি রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান এ জরিমানা করেন।

জানা যায়, দুপুরে পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার সাভার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় সেখানে একটি কাভার্ডভ্যান করে ঝুঁকিপূর্ণ পরিবেশে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় সেখান থেকে কাভার্ডভ্যান চালক মো. হানিফকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঝুঁকিপূর্ণ কাভার্ডভ্যানটি আল-মুসলিম গ্রুপের বলে জানান তিনি। পরে আল-মুসলিম গ্রুপের তৈরি পোশাক কারখানার ভেতরে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বোঝাই আরও কয়েকটি কাভার্ডভ্যান পাওয়া যায়।

এসময় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সরবরাহ করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারায় আল-মুসলিম গ্রুপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান বাংলানিউজকে জানান, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সরবরাহ ও ব্যবহার করায় আল-মুসলিম গ্রুপকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা দেওয়া হয়েছে। এছাড়া একই এলাকার আল-মাদানি রেস্টুরেন্টকে পঁচা, বাসি ও ভেজাল খাবার পরিবেশন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক শামিনুর রহমান শামীমকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।