বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান এ জরিমানা করেন।
জানা যায়, দুপুরে পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার সাভার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সরবরাহ করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারায় আল-মুসলিম গ্রুপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান বাংলানিউজকে জানান, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সরবরাহ ও ব্যবহার করায় আল-মুসলিম গ্রুপকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা দেওয়া হয়েছে। এছাড়া একই এলাকার আল-মাদানি রেস্টুরেন্টকে পঁচা, বাসি ও ভেজাল খাবার পরিবেশন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক শামিনুর রহমান শামীমকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
ওএইচ/