মাদারীপুর: বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সারাদিন বন্ধ থাকার পর শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করেছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাতটার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার ঝড়ো হাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠে।
সকাল পৌনে দশটার দিকে মাঝ পদ্মায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে। সারাদিনেও পদ্মার ঢেউ না কমায় বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ যাত্রীরা ফেরিতে করে পদ্মা পার হয়েছে।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন,'সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকায় পদ্মা শান্ত রয়েছে এবং লঞ্চ চলাচল শুরু করেছে। '
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।