বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামা-সুয়ালক সড়কের ডিসি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল হক কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষক।
আহতরা হলেন- লামার সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুলর শিক্ষক শাহ আলম (৪২) ও জেসমিন আক্তার (৩০)। শিক্ষার্থী খাদিজা আক্তার (১৮), হীরা আক্তার (১৭), রুবাইয়া সুলতানা (১৪), রশমি সাওতাল (১৪), নাদিরা (১৫), আদিবা (১৪), ববি (১৩), তিনি (১৩), আয়শা আক্তার (১৪), শাহানাজ (১২), উহ্লায় মার্মা (১২) ও ড্রাইভার আনায়ার
(৩৮)।
আহত ১৪ জন সবাই লামা কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্য জাতীয় পর্যায় ফুটবল ও কাবাডিতে অংশ নেয়া এমন শিক্ষার্থীও রয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা লামা বাজার থেকে ফিরছিল। এসময় লামা-সুয়ালক সড়কের গজালিয়া ডিসি এলাকায় পৌঁছলে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।
পরে স্থানীয় জনতা ও সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যান।
লামা হাসপাতালর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হায়দার বলেন, এদের মধ্য জাহিদুল ইসলাম, হীরা আক্তার, খাদিজা আক্তার ও শাহ আলমকে খুবই আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নেওয়ার পথে জাহিদুল ইসলাম মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসএইচ