শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানান বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালাম।
তিনি জানান, বাড্ডা থানাধীন সাতারকুল এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মৃত যুবকের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত দেখে ধারণা করা হচ্ছে, তাকে দুষ্কৃতকারীরা অন্য কোথাও কুপিয়ে হত্যা করে এখানে তার মরদেহ ফেলে রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এজেডএস/এএটি