শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই উপজেলার একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে হাটগোপালপুর এলাকার একটি ইটভাটার সামনে একটি যানবাহন অজ্ঞাত এক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআরএস