ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী-হাটবোয়ালীয়া সড়কের বাথানপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় অাজিজুল হক (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অাজিজুল হক বাথানপাড়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, অাজিজুল হক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অাইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।