শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ও শানু মিয়া ব্রাহ্মণপাড়া শিদলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মেম্বার ও ওহিদ মেম্বারের মধ্যে আধিপত্য নিয়ে অন্তঃকোন্দল চলছিলো। শনিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে শিদলাই গ্রামের খোরশেদ আলমের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের চা দোকানদার শানু মিয়ার মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির জানান, মরদেহ দুইটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
আরআর