শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটরস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে যুক্তরাজ্য যাত্রা করেন।
মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মেয়রের সফর সঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আসিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আফছা হক চৌধুরী।
তিনি বলেন, যুক্তরাজ্যে মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরীর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতেই এই সফর। আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ তিনি দেশে ফেরার কথা রয়েছে। কিবরিয়া হত্যা মামলার আসামি মেয়র আরিফুল হক চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল। পাসপোর্ট জব্দ করার শর্তে তিনি জামিনে মুক্ত হন। উচ্চ আদালতের নির্দেশে ছয়মাসের জন্য পাসপোর্ট ফেরত পান তিনি।
যুক্তরাজ্যে রওয়ানা হওয়ার আগে আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, তিনি লন্ডনে অবস্থানকালে প্রবাসী বাঙ্গালী কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়নে বিনিয়োগে প্রবাসীদের আগ্রহী করে তুলবেন। একইসঙ্গে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরবেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এনইউ/এএটি