ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
মুজিবনগরে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার  পিস্তলসহ গ্রেফতার হায়দার গাজী

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে পিস্তলসহ হায়দার গাজী (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শিবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হায়দার ওই উপজেলার শিবপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।

 

দুপুরে প্রেস ব্রিফিং করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম এ তথ্য জানান।  

তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবপুর গ্রামে হায়দার গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল জব্দ করা হয়। তার নামে মুজিবনগর থানায় একটি ডাকাতি, দু’টি বিস্ফোরকসহ চারটি মামলা রয়েছে। হায়দার এলাকার চিহ্নিত ও মুজিবনগর থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী।  
তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।