ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৮ নারী-শিশু উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৮ নারী-শিশু উদ্ধার  উদ্ধার হওয়া আট নারী-শিশু ও কিশোরী সঙ্গে আটক তারেক তালুকদার ওরফে মিশু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর থেকে মহিলা অধিদফতরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা আট নারী-শিশু ও কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত মহিলা অধিদফতরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসেন তারা।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।  

তারা হলেন- রাইজু (২৬), রিনা (২০), সুরমা (২০), জিয়াসমিন (১৮), শাবানা (১৬), বৃষ্টি (১৬) তানিয়া (১৪) ও লামিয়া (৭)।

 

এসময় তাদের সঙ্গে থাকা তারেক তালুকদার ওরফে মিশু (১৭) নামে এক কিশোরকেও আটক করে পুলিশ। আটক তারেক সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার তিন নান্দিনা গ্রামের আব্দুল হাই তালুকদারের ছেলে।

সকালে মির্জাপুর রেলওয়ে স্টেশনে স্থানীয়রা তারেকের সঙ্গে আট নারী-শিশু ও কিশোরীকে দেখতে পেয়ে রোহিঙ্গাভেবে আটক করেন। পরে তাদের মির্জাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তারেক আট নারী-শিশু ও কিশোরীকে নিয়ে রেলযোগে মির্জাপুর স্টেশনে নামে। স্থানীয় লোকজন তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ করে রোহিঙ্গাভেবে আটক করে পুলিশে হস্তান্তর করে।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলানিউজকে জানান, মির্জাপুর রেলওয়ে স্টেশনের কাছে স্থানীয় লোকজন তাদের রোহিঙ্গাভেবে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উদ্ধার হওয়ার নারী-শিশু ও কিশোরীর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তারা গাজীপুরের ভোগড়া এলাকার মহিলা অধিদফতরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে এসেছেন।  

আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।