ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে শাহিন মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মাঝালিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে।

সে পেশায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।  

বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী বাড়ির ছয় বছরের একটি শিশু শাহিন মোল্লার ফ্রিজে দুধের বোতল রাখতে যায়। এসময় শাহিন শিশুটির শ্লীলতাহানির চেষ্টা চালায় এমন অভিযোগে শুক্রবার রাতে ওই গ্রামের সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে মাঠে নিয়ে যায়। সেখানে সুমন, অয়ন, ইজাজসহ তাদের সঙ্গীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় শাহিনের স্ত্রী রেহেনা বেগম এবং ওই গ্রামের বাসিন্দা শাহিনের নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই আমজাদ হোসেন বাঁধা দিলে তাদেরও পিটিয়ে জখম করে।  
পরে পুলিশকে খবর দিলে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিম গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।