শনিবার (০৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজনে করে।
হবিগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান বাংলানিউজকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। এগুলো হলো আঞ্চলিক নৃত্য, আঞ্চলিক জারি গান, উপস্থিত বিতর্ক, জ্ঞান বিজ্ঞান এবং দেয়ালিকা প্রদর্শন।
তিনি আরো জানান, হবিগঞ্জ জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬০ জন প্রতিযোগি এতে অংশ নেয়। আটটি প্রতিযোগিতায় প্রতিটিতে একেকটি উপজেলা থেকে চারজন করে ছাত্র-ছাত্রী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পেয়েছে।
পাঁচটি বিষয়েই প্রথম, ২য় এবং তৃতীয় প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে শান্তনা পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি