ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে শিশু-কিশোরদের মৌসুমি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
হবিগঞ্জে শিশু-কিশোরদের মৌসুমি প্রতিযোগিতা শিশু-কিশোরদের মৌসুমি প্রতিযোগিতা

হবিগঞ্জ: হবিগঞ্জের আট উপজেলার ১৬০ শিশু-কিশোরের অংশগ্রহণে মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজনে করে।

হবিগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান বাংলানিউজকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। এগুলো হলো আঞ্চলিক নৃত্য, আঞ্চলিক জারি গান, উপস্থিত বিতর্ক, জ্ঞান বিজ্ঞান এবং দেয়ালিকা প্রদর্শন।

তিনি আরো জানান, হবিগঞ্জ জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬০ জন প্রতিযোগি এতে অংশ নেয়। আটটি প্রতিযোগিতায় প্রতিটিতে একেকটি উপজেলা থেকে চারজন করে ছাত্র-ছাত্রী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পেয়েছে।

পাঁচটি বিষয়েই প্রথম, ২য় এবং তৃতীয় প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে শান্তনা পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।