শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে মহানগরের দৌলতপুর নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লিমার কোল থেকে দুই বছরের মেয়ে পড়ে গেলেও অক্ষত রয়েছে।
নিহত গৃহবধূ লিমা বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড়ের বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুরবাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন লিমা। তার সঙ্গে ছিল দু’বছরের মেয়ে। তাদের বহনকারী মাহিন্দ্রা খুলনা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন লিমা। তবে কোল থেকে তার দুই বছরের মেয়ে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, নিহত লিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমআরএম/এনএইচটি