ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আলেমদের সম্মান করি, স্বাধীনতা বিরোধীদের নয়: রেলমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
আলেমদের সম্মান করি, স্বাধীনতা বিরোধীদের নয়: রেলমন্ত্রী  মুজিবুল হক এমপি

কুমিল্লা: রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আমরা আলেমদের সম্মান করি, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে নয়। জামায়াত-শিবির মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চায়। এজন্য তাদের প্রতি মানুষদের কোনো সমর্থন নেই।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে ইমাম ও মুয়াজ্জিনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

রেলপথ মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনের আগে চৌদ্দগ্রামে আরও কয়েকটি মসজিদ-মাদরাসা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়াসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।