শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১০টায় গুলশান থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আইহান উচবেক একটি আইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, বিকেলে গুলশান ১৬ নং রোডের ১০১ নং হাউসের ছয়তলায় কাজ করছিলেন এ তুরস্ক নাগরিক। এসময় সেখানে তিনি কোনো একটি ইলেকট্রিক মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এজেডএস/টিএ