শনিবার (০৮ সেপ্টম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- আল আমিন, কাউসার হোসেন, আবদুল মতিন, নাজিম উদ্দিন ও আসলাম হোসেন। নিহত এবং আহতরা সবাই নসিমনের যাত্রী ছিলেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে রায়পাড়া এলাকায় পৌঁছালে ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় বেপরোয়া গতিতে আসা একটি নসিমনের ওই বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মিনি বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও নসিমনও রাস্তার পাশে হেলে পড়ে। এ ঘটনায় নসিমনের ছয় যাত্রী গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাশেদ মারা যান।
এছাড়া খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা দুর্ঘটনা কবলিত বাস ও নসিমন জব্দ করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসএস/টিএ