ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
ধানমন্ডি লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু ধানমন্ডি লেক

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকের পানিতে ডুবে ইমি (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমি ধানমন্ডিতে অবস্থিত ইংলিশ মিডিয়ামের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল।

তার বাবা লিয়াকত হোসেন লিটু কাতার প্রবাসী। সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউসিংয়ে থাকতো।  

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রাত ১০টার দিকে জিগাতলা সংলগ্ন ধানমন্ডি লেকে পড়ে যায় ইমি। পরে দুই পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ইমির পরিবারের লোকজন এসেছে হাসপাতালে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।