ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
কুমিল্লায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

কুমিল্লা: কুমিল্লা মহানগরীর বিমানবন্দর সড়কের পাশে রত্না (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী নাজমুল হাসান। এ ঘটনায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানয়ীরা।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টায় রত্নার মরদেহটি রাস্তার পাশে পাওয়া যায়।

নাজমুলের বাড়ি কুমিল্লা মহানগরীর কোটবাড়ির দুর্গাপুরের মদিনগর গ্রামে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ বাংলানিউজকে বলেন, দুই বছর আগে নাজমুলের সঙ্গে রত্নার বিয়ে হয়। এটা ছিল নাজমুলের দ্বিতীয় বিয়ে। এ বিষয়ে নাজমুল পুলিশকে জানিয়েছেন, রত্না বিভিন্ন সময় নাজমুলকে নানাভাবে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া মাঝে মাঝে রত্না বাড়ি থেকেও চলে যেতেন। শনিবারও রত্না টাকা চেয়েছিলেন নাজমুলের কাছে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।