শনিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।
দীনেশের বাড়ি মানিকগঞ্জ সদর থানার ভগমানপুর গ্রামে।
পুলিশ জানায়, রাতে ধামরাইয়ের বাথুলি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দীনেশ। এসময় পাটুরিয়াগামী গ্রিন বাংলা পরিবহনের একটি বেপরোয় বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিএ