শনিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নান্দু মিয়ার ভাড়া বাড়ির একটি ঘরের দরজা ভেঙে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর কয়েকদিন আগে তাকে হত্যা করে ওই ঘরে রেখে পালিয়ে যান তার স্বামী মাসুদ হোসেন।
নিহত ওই গৃহবধূর নাম জানা যায়নি। তবে তিনি স্থানীয় অনন্ত গার্মেন্টসে
চাকুরি করতেন বলে জানা গেছে। এছাড়া তার স্বামী মাসুদের বাড়ি নাটোরে বলেও পুলিশ জানতে পেরেছে।
বাড়ির মালিক নান্দু মিয়া বাংলানিউজকে বলেন, গত মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আমার একটি ঘর ভাড়া নেন। কিন্তু এক মাসেও পুরোপুরি ঠিকানা দেননি তারা।
প্রতিবেশী ভাড়াটিয়ারা জানায়, শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মনিরুল হক ডাবলু বাংলানিউজকে বলেন, ঘরের দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিন আগে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তার স্বামী।
বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিএ