রোববার (৯ সেপ্টেম্বর) কোস্টগার্ড পৃথক অভিযান পরিচালনা করে ১২ জেলেকে আটক ও তিন জেলেক উদ্ধার করে।
অভিযানে আটকদের সঙ্গে থাকা ছয়টি মাছধরা নৌকা, ১২ হাজার মিটার চরঘেরা জাল, ৮শ কেজি বিষযুক্ত চিংড়ি এবং চার লিটার বিষ জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট (বিএনভিআর-গোয়েন্দা কর্মকর্তা) আবদুল্লহ আল মাহমুদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ ও মালামালসহ ১২ জেলেকে আটক করা হয়েছে। মালামালসহ আটক জেলেদের কালাবগি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, একইদিন পৃথক দু’টি দল সুন্দরবনের কঞ্চিরখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ২ জেলেকে উদ্ধার করেছে। এসময় দস্যুদের ব্যবহৃতব একটি নৌকা জব্দ করা হয়।
কেওড়াখালী এলাকা থেকে বনদস্যু শরীফ বাহিনীর কবল থেকে এক জেলেকে উদ্ধার করে সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জিপি