ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
নারায়ণগঞ্জে ইয়াবাসহ যুবক আটক এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ তুহিন (১৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

তুহিন মানিকগঞ্জের সাটুরিয়া গাছবাড়ি এলাকায় লিয়াকত আলীর ছেলে।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তুহিনকে আটক করা হয়। এ সময় ৪৪টি প্যাকেট থেকে ৮হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।