মামলায় প্রধান আসামি করা হয়েছে কৃষ্ণনগর ইউপি সদস্য আব্দুল জলিল গাইনকে।
কে এম মোশাররফ হোসেনের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে রোববার রাতে কালিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, এ মামলায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-এজাহার নামীয় ১০ নম্বর আসামি মোজাফফর হোসেন ও ১৪ নম্বর আসামি লাল্টু।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, স্থানীয় সাপখালি খাল উন্মুক্ত করা নিয়ে চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে অনেকেরই বিরোধ ছিল। এছাড়া বিরোধ ছিল তারই ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিলের সঙ্গে। এসব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।
প্রসঙ্গত, শনিবার রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে স্থানীয় যুবলীগ অফিসের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় চেয়ারম্যানকে এম মোশারফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ