ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুবির পরিবহন পুলে যোগ হলো নতুন বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
কুবির পরিবহন পুলে যোগ হলো নতুন বাস নতুন বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যোগ হয়েছে নতুন বাস। সোমবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে নতুন বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে ১৭তম গাড়ি যোগ হলো। যা শিক্ষার্থীদের জন্য ৫ম বাস।

৪০ আসনের নতুন এ বাসটি হিনো কোম্পানি থেকে ৭৮ লাখ টাকা ব্যয়ে কিনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতা ও শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।