ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে অস্ত্রসহ দস্যু সরদার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
মহেশখালীতে অস্ত্রসহ দস্যু সরদার গ্রেফতার গ্রেফতার দস্যু সরদার ফারুক, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে তিনটি বন্দুক, একটি রামদা ও পাঁচ রাউন্ড গুলিসহ দস্যু সরদার ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোনাদিয়ার প্যারাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক সোনাদিয়া পূর্বপাড়া এলাকার মোজাফফর আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফারুক আন্তজেলা দস্যু দলের একজন সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একটি বাহিনী সমুদ্রে ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে আসছিল। সমুদ্রের সোনাদিয়া, কুতুবদিয়া ও বাঁশখালী পয়েন্টের জেলেরা এ দস্যু বাহিনীর অত্যচারে অতিষ্ট ছিলেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
টিটি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।