সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোনাদিয়ার প্যারাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক সোনাদিয়া পূর্বপাড়া এলাকার মোজাফফর আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফারুক আন্তজেলা দস্যু দলের একজন সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একটি বাহিনী সমুদ্রে ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে আসছিল। সমুদ্রের সোনাদিয়া, কুতুবদিয়া ও বাঁশখালী পয়েন্টের জেলেরা এ দস্যু বাহিনীর অত্যচারে অতিষ্ট ছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
টিটি/টিএ