ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকৌশল গবেষণা পরিষদ আইন নিরীক্ষার ভার চার মন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
প্রকৌশল গবেষণা পরিষদ আইন নিরীক্ষার ভার চার মন্ত্রীর মন্ত্রিসভার বৈঠক, ছবি: সংগৃহীত

ঢাকা: ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা পরিষদ আইন, ২০২৮’ পরীক্ষা-নিরীক্ষার জন্য চার সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছে সরকার।

সোমবার (১০ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কমিটি গঠন করে দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কমিটির প্রধান হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ চারজন প্রকৌশলী ও স্থপতি তাদের দৃষ্টিভঙ্গি থেকে এ সংস্থার আরও কীভাবে উন্নয়ন করা যায় তা দেখবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রকৌশল গবেষণার জন্য প্রতিষ্ঠানটা হবে, এজন্য প্রকৌশল বা স্থাপত্য বিদ্যায় যাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের আইনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

শিশু একাডেমি আইন অনুমোদন
‘বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি বাংলায় অনুবাদ করে সামান্য পরিবর্তন করা হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা বোর্ডের প্রস্তাব করা হয়েছে। একাডেমির নির্বাহী প্রধান ছিলেন পরিচালক, এখন পরিচালকের পদ মহাপরিচালক হবে।

আগে সরকার কর্তৃক নির্দিষ্ট শর্তে চেয়ারম্যান নিয়োগ হতেন, এখন বলা হয়েছে প্রথিতযশা শিশু সাহিত্যিক বা স্বাধীনতা পদক বা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ বা সাহিত্যিকদের মধ্যে থেকে একজনকে একাডেমির চেয়ারম্যান নিযুক্ত করা যাবে।

আরও পড়ুন>>>> মোটরসাইকেল শিল্পে ৯ বছরে ১৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।