ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় মাদ্রাসাছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় মাদ্রাসাছাত্র নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় ইব্রাহিম হোসেন (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানটি ভাঙচুর করে।

এ সময় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এতে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইব্রাহিম ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যান হাজিরহাট এলাকায় ওই ছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।