ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রের ৭০ বছর পূর্তি উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রের ৭০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ড দূতাবাস, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, আইন ও সালিশ কেন্দ্র যৌথভাবে রাজশাহীর হোটেল ওয়ারিশানে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টফ ফিউকস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকারকর্মী খুশি কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ন ম ওয়াহিদ ও অধ্যাপক বখতিয়ার আহমেদ।

সার্বিক আলোচনা পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিযা।

মানবাধিকারের ওপর নিবিড়ভাবে গুরুত্বারোপ করে আলোচকরা নাগরিক অধিকার, নারীর অধিকার, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত তৃতীয় ইউনির্ভাসেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) এর বাংলাদেশ সম্পর্কিত সুপারিশ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় উপস্থিত দর্শকরাও সক্রিয়ভাবে মানবাধিকার ও দৈনন্দিন জীবনে মানবাধিকার চর্চা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে রাজশাহীর মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে। এতে সুইজারল্যান্ডে পুরষ্কারপ্রাপ্ত মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র ‘সনিতা’ প্রদর্শিত হয়।

এতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, ইউনির্ভাসেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) এর গুরুত্ব বর্ণনাতীত। ইউপিআর একটি দেশকে অধিকার ও ন্যায় বিচারের পথপ্রদর্শন করে। সব ধরণের বৈষম্য ও সহিংসতা দূর করে এবং সমাজকে কণ্ঠস্বর প্রদান করে।

সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টফ ফিউকস বলেন, উন্নয়নের সঙ্গে মানবাধিকার ওতপ্রোতভাবে জড়িত। তাই মানবাধিকার ও উন্নয়ন সমুন্নত রাখতে সুইজারল্যান্ড বাংলাদেশ সরকার, সুশীল সমাজ ও দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থাদের সঙ্গে কাজ করে যাবে।

রাজশাহীতে অনুষ্ঠিত এ আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীটি মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক ফিল্ম ট্যুরের অংশ। সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড ফোরাম অন হিউম্যান রাইটস ইন জেনেভা ইতোমধ্যে বিশ্বের ৪৫টিরও বেশি দেশে এই ফিল্ম ট্যুর এর আয়োজন করেছে। বাংলাদেশের ছয়টি শহরে (ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম) এই ফিল্ম ট্যুর আওতায় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।        

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।