ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে  মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। 

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

মাহমুদ হাসান বলেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

কোনো প্রকার গাফিলতি করা যাবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির।  

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা বিউটি, জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন প্রমুখ।  

সভায় ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।